বিগত নির্বাচন বর্জনকারী বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি’র জাতীয় সম্মেলন আজ ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।
প্রতি তিন বছর পরপর কাউন্সিল হওয়ার কথা থাকলেও প্রায় ছয় বছর পরে এই ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনের আগেই চেয়ারপার্সন হিসেবে বিএনপি নেত্রী খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমান পুনরায় নির্বাচিত হয়েছেন।
দেশের প্রতিটি জেলা থেকে দলের নেতারা এই সম্মেলনে যোগ দিচ্ছেন। সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে।
এই সম্মেলন এমন এক সময় হচ্ছে – যখন দল হিসেবে বিএনপির সাংগঠনিক কর্মকান্ড সারা দেশেই একেবারে ঝিমিয়ে পড়েছে।
সম্মেলন থেকে বিএনপির নেতারা আসলে নতুন কি আশা করছেন?
যশোর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেরুল হক সাবু বিবিসি বাংলাকে বলছিলেন, সরকার তাদের সভাসমাবেশ বা মানববন্ধনের মতো কোন নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি পালন করতে দিচ্ছে না। এ কাারণেই এ সম্মেলনকে ঘিরে তৃণমূল স্তরের কর্মীদের মধ্যে জাগরণ সৃষ্টি হয়েছে – যা নতুন করে আন্দোলন গড়ে তুলতে সহায়ক হবে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, সংকটের সময় দলকে গতিশীল করার জন্য তাদের যেসব ভাবনাচিন্তা – তা তারা এই সম্মেলনে তুলে ধরবেন।