কল্যানপুরে জঙ্গি হামলার অভিযানে অভিযুক্ত বাড়ি, তাজ মঞ্জিলের মালিক নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী মমতাজ পারভীনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমাণ্ডে পাঠিছে আদালত।
বাড়ি ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়াদের নাম-ঠিকানা যাচাই বাছাই না করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
বাড়ির মালিক আতাহার উদ্দিন আহমেদের স্ত্রী মমতাজ পারভীন ও ছেলে মাজহারুল ইসলামকে আটক করে নিয়ে যায় মিরপুর থানা পুলিশ।
মিরপুর মডেল থানার এস আই বজলার রহমান বুধবার পারভীনকে ঢাকার হাকিম আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।