আজ দুপুর আড়াইটার দিকে ফাইনালে মুখোমুখি হবেন নোভাক জকোভিচ ও এন্ডি মারে। অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককের খেলায় অংশগ্রহণ করবেন এই দুই দল।
রড লেভার অ্যারেনার এই ম্যাচ দুজনের ৩১তম দেখা। আগের ত্রিশ দেখায় ২১বার জিতেছেন জকো। নয়বার মারে। হার্ডকোর্টে ২৫ দেখায় ১৮বার জিতেছেন সার্বিয়ান তারকা। সাতবার বৃটিশ মারে।
এর মধ্যে গ্র্যান্ডস্ল্যাম ফাইনাল ষষ্ঠবার। দুজনের বয়সে যেমন মিল ২৮। ঠিক তেমনি র্যাঙ্কিংয়েও এক আর দুই নম্বরে আছেন জকোভিচ ও মারে। এদিকে এন্ডি মারের ভাই জেমি মারে দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন। দু ভাইয়ের একই গ্র্যান্ডস্ল্যামে একক ও দ্বৈতের ফাইনাল খেলা ইতিহাসে প্রথম।