দুবাইয়ের শহর আল রাসের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছে। শনিবার দুপুরে বহুতল ভবনটির চতুর্থ তলায় ঘটা এই অগ্নিকাণ্ডে আহত হয়েছে ৯ জন। দুবাইয়ের সিভিল ডিফেন্সের এক মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।
জানা গেছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের খবর জানতে পারে সিভিল ডিফেন্স। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ এবং আটকে পড়াদের উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। বেলা পৌনে ৩ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে
প্রাথমিক তদন্ত শেষে কর্তৃপক্ষ জানিয়েছে যথাযথ নিরাপত্তা ও সুরক্ষা সামগ্রীর অভাবেই এ দুর্ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে।
ভবনটির একটি দোকানে কাজ করা এক প্রত্যক্ষদর্শী ‘একটি বিকট শব্দ’ শুনেছেন বলে জানান। তিনি জানান, শব্দ শোনার পর কিছুই বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু এরপর আমরা ধোঁয়া ও আগুন দেখতে পাই। আগুন লাগার পরপরই ভবনটি কালো ধোঁয়ায় ঢেকে যায়। আশেপাশের কর্মীরা ভবনে থাকা মানুষদের সাহায্য করতে এগিয়ে যান। তবে ধোঁয়ার কারণে কিছুই করতে পারেননি তারা।