27 C
Bangladesh
Saturday, April 1, 2023
Homeখেলাদেউলিয়া হতে চলেছে কোহলি

দেউলিয়া হতে চলেছে কোহলি

full_1784544225_1434416035ভারতীয় টেস্ট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি শুধু ক্রিকেট খেলেই মাসে ৮ লক্ষ টাকা পান। এছাড়া ব্র্যান্ড এনডোর্সমেন্টের সুবাদে তাঁর বার্ষিক আয় ১৩ কোটি টাকা। আর সেই তিনিই কি না দেউলিয়া হয়ে যাওয়ার ভয় পাচ্ছেন! একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এই আশঙ্কার কথা জানিয়েছেন কোহলি।

ভারতীয় ক্রিকেটে সাম্প্রতিক সময়ে সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটার কোহলি। তিনি স্বপ্নের ফর্মে আছেন। সদ্য সমাপ্ত আইপিএল-এ চার-চারটি শতরান সহ ৯৭৩ রান করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক। তাঁর সঙ্গে সচিন তেন্ডুলকরের তুলনা করা হচ্ছে। বয়স মাত্র ২৭। আশা করা যায়, আরও বেশ কয়েক বছর খেলবেন কোহলি। ফলে তাঁর ভবিষ্যৎ নিয়ে চিন্তা থাকার কথাই নয়। কিন্তু সেই অপ্রত্যাশিত ঘটনাই দেখা যাচ্ছে।

ওই সাক্ষাৎকারে কোহলি বলেছেন, ‘আমি ভবিষ্যৎ নিয়ে ভাবনা শুরু করেছি। ভবিষ্যৎ কতটা সুরক্ষিত সেটা চিন্তা করছি। অর্থ আমার অনুপ্রেরণা নয় ঠিকই, কিন্তু টাকা দরকার। আমার একটা নির্দিষ্ট আর্থিক অবস্থায় জীবন কাটানোর অভ্যাস হয়ে গিয়েছে। এই অবস্থা বজায় রাখা গুরুত্বপূর্ণ। অনেক অ্যাথলিটকেই কেরিয়ারের শেষে দেউলিয়া হয়ে যেতে দেখেছি। তাই ভয় লাগে।’

আশা করা যায়, কোহলির এই আশঙ্কা নিশ্চিতভাবেই ভুল প্রমাণিত হবে। তিনি খেলা ছাড়ার পরেও ভালভাবেই জীবন কাটাতে পারবেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments