27 C
Bangladesh
Saturday, April 1, 2023
Homeজাতীয়দেশজুড়ে আরো ৫০টি মডেল মসজিদ উদ্বোধন

দেশজুড়ে আরো ৫০টি মডেল মসজিদ উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশজুড়ে আরো ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন।
তিনি আজ তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তৃতীয় ধাপে এসব মডেল মসজিদ উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী তৃতীয় ধাপে সারাদেশে ৯,৪৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ৫৬৪টি মসজিদের মধ্যে এ পর্যন্ত ১৫০টি মসজিদ উদ্বোধন করেন।
সরকার প্রধান প্রথম দফায় ২০২১ সালের ১০ জুন ৫০টি মসজিদ এবং চলতি বছর ১৬ জানুয়ারি দ্বিতীয় দফায় আরো ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন।
অবশিষ্ট মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ ২০২৪ সালের জুন মাসে শেষ হবে।
এসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রসমূহে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ ওজু ও নামাজের আলাদা জায়গা রয়েছে।
এছাড়া হজযাত্রীদের জন্যে রেজিষ্ট্রেশান ও প্রশিক্ষণ ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরী, অটিজম কর্ণার, দাফন পূর্ব আনুষ্ঠানিকতা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কোরাআন শিক্ষা ব্যবস্থা, ইসলামিক সাংস্কৃতিক কর্মকান্ড ও ইসলামের দাওয়াতের জন্যে সম্মেলন কেন্দ্র, ইসলামি বই বিক্রয় কেন্দ্র, মসজিদসহ দেশি বিদেশী অতিথিদের জন্যে থাকার সুবিধা থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, রমজানে এক কোটি মানুষকে ১৫ টাকা কেজি দরে চাল দেয়া হবে। যারা একেবারে কর্মক্ষমতাহীন তাদের জন্য তো বিনা অর্থে প্রতি মাসে ৩০ কেজি করে চালের ব্যবস্থা রয়েছে। খাদ্যে ভেজাল দেয়া যে গর্হিত কাজ, সেকথা মসজিদে ইমামদের বলার আহবানও জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, মসজিদে জুম্মার সময়ে খাদ্যে ভেজাল দেয়ার বিষয়ে মানুষকে অবহিত করতে হবে। এটা যে অন্যায়, এটা যে গর্হিত কাজ সে বিষয়ে বলতে হবে। একইসাথে অতিরিক্ত দাম আদায় যে অন্যায় সে বিষয়েও বলতে হবে।

এরপর দেশের বিভিন্ন এলাকার অর্ধশত মডেল মসজিদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি সারাদেশের মানুষের কল্যাণে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments