জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দু্ই ম্যাচ জিতে সিরিজে ২-০তে এগিয়ে গেছে বাংলাদেশ। আর এক ম্যাচ জিতলেই সিরজ জয়টাও নিশ্চিত হয়ে যাবে। চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের শেষ দুই ম্যাচের দলে তাই ব্যাপক পরিবর্তন আনা হয়েছে।
দুই ওভারে দুই উইকেট নিয়েও বোলিং পাচ্ছিলেন না। আবার বল হাতে পেলেন একেবারে অপ্রত্যাশিতভাবে। তিনি নিজেও আশা করেননি, সতীর্থ মুস্তাফিজুর রহমানের চোট ইনিংসের বাকি থাকা একটা বল করতে হবে তাঁকে। জিম্বাবুয়ে ততক্ষণে হেরে গেছে। বলটায় পাওয়ার বা হারানোর কিছু নেই। কিন্তু ওই এক বলেই নিয়ে নিলেন এক উইকেট! ‘সাব্বির রহমানের ম্যাচে’র শেষটা সাব্বিরের উইকেট দিয়েই হলো।
রোববার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৪ সদস্যের দলের বাইরে রাখা হয়েছে বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান ও অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। এ ছাড়া অলরাউন্ডার শুভাগত হোম ও পেসার আল আমিন হোসেনকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ২০ ওভারে ১৬৭/৩ (তামিম ২৩, সৌম্য ৪৩, সাব্বির ৪৩ *, মাহমুদউল্লাহ ১, মুশফিক ২৪ (আহত অবসর), সাকিব ২৭ *; ক্রেমার ১/২৯, মাসাকাদজা ১/৩২ মুজারাবানি ১/৩৫)
জিম্বাবুয়ে: ২০ ওভারে ১২৫/৮ (মাসাকাদজা ৩০, ওয়ালার ২৯, সিবান্দা ২১, মুর ৯, ক্রেমার ৮; সাব্বির ৩/১১, মুস্তাফিজুর ২/১৯, শুভাগত ১/১৮, আল আমিন ১/২১, মাশরাফি ১/২৫, সাকিব ০/২৬)
ফল: বাংলাদেশ ৪২ রানে জয়ী, ম্যান অব দ্য ম্যাচ: সাব্বির রহমান
বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মুক্তার আলী, মোসাদ্দেক হোসেন, আবু হায়দার রনি, নুরুল হাসান, মোহাম্মদ শহীদ, তাসকিন আহমেদ ও আরাফাত সানি।