ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি তার দেশ থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ইরানি জনগণকে তিনি অভিনন্দন জানান। তিনি তার টুইটার বার্তায় বলেছেন, “যৌথ সমন্বিত কর্ম পরিকল্পনা বা জেসিপিওএ উপসংহারে পৌঁছেছে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি এবং এই বিজয়ের দিনে ইরানের জনগণকে অভিনন্দন জানাই।” তিনি আরো বলেছেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বিশ্বের সঙ্গে তেহরানের সম্পর্কের নতুন অধ্যায় সূচিত হলো।
গতকাল (শনিবার) শেষ বেলায় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ঘোষণা করেন যে, তেহরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এ ঘোষণার পর প্রেসিডেন্ট রুহানি তার টুইটার পেইজে ইরানের জনগণের উদ্দেশ্যে এ অভিনন্দন বার্তা দেন।