25 C
Bangladesh
Thursday, March 30, 2023
Homeনির্বাচিতনতুন বছরে নতুন উদ্যমে এপকম গ্রুপ

নতুন বছরে নতুন উদ্যমে এপকম গ্রুপ

মোঃ আল-আমিন আকন, বাংলানিউজ নেটওয়ার্ক

Final 01প্রতিবছরের ন্যায় এবারও ব্যতিক্রমি আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘এপকম গ্রুপের’ বর্ষপূর্তি অনুষ্ঠান। শনিবার সকাল ১০টায় প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে“In Shaa Allah’’ “Not to be the king of the dream-World Be the king…. of realities“ (স্বপ্নের রাজা না হয়ে বাস্তবের রাজা হও)” এই শ্লোগানকে সামনে রেখে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে “এপকম গ্রুপের” সকল কর্মকর্তাবৃন্দ এই মিলনমেলায় উপস্থিত হন। প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টরসহ সকল বিভাগের বিভাগীয় প্রধান এ আয়োজনে অংশগ্রহন করেন। IMG_1366বর্ষপূর্তি উপলক্ষে “এপকম গ্রুপের” ম্যানেজিং ডিরেক্টর মোঃ মতিউর রহমান বিভিন্ন দিক- নির্দেশনামূলক বক্তিতা রাখেন এবং সকল কর্মকর্তা কর্মচারীদের মতামত মনোযোগসহকারে শুনেন। তিনি অতীতের দীর্ঘ সময়ের ব্যবসা-বাণিজ্যের সাম্প্রতিক চিত্র তুলে ধরেন এবং প্রিতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সকল কার্যক্রম সমাপ্তি ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments