32 C
Bangladesh
Thursday, June 8, 2023
Homeবিশ্বনতুন ‘বিশ্বব্যবস্থা’ নিয়ে কথা বলতে রাশিয়ায় এএনসি দল

নতুন ‘বিশ্বব্যবস্থা’ নিয়ে কথা বলতে রাশিয়ায় এএনসি দল

দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন এএনসি দলের কর্মকর্তাদের রাশিয়া পাঠানো হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ‘বিশ^ব্যবস্থার পুনর্নিমাণ’ নিয়ে আলোচনার জন্যে তাদের সেখানে পাঠানো হয়।
শনিবার এএনসি এ খবর জানিয়েছে।
দলটি আরো বলেছে, এএনসি’র দীর্ঘদিনের মিত্র ও রাশিয়ার বৃহত্তম রাজনৈতিক দল ইউনাইটেড রাশিয়া পার্টির আমন্ত্রণে সফরটি অনুষ্ঠিত হয়েছে।
আলোচনায় নব্য ঔপনেশিকতা ও একমেরু বিশে^র পরিণামের বিপরীতে বিশ^ব্যবস্থার পুননির্মাণের বিষয়টি অন্তর্ভূক্ত রয়েছে।
মস্কো দীর্ঘদিন ধরেই আফ্রিকান দেশগুলোর সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের চেষ্টা করছে। পুতিন শুক্রবার পশ্চিমা নিয়ন্ত্রণ কমাতে নতুন এক পররাষ্ট্র নীতিতে স্বাক্ষর করেছেন।
এনএনসি’র আন্তর্জাতিক সম্পর্ক কমিশনের প্রধান ওবেদ বাপেলা দলটির নেতৃত্ব দিচ্ছেন। দলটি বৃহস্পতিবার মস্কো পৌঁছেছে। রোববার পর্যন্ত তাদের থাকার কথা রয়েছে।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার সাথে রাশিয়ার কয়েক দশকের সম্পর্ক রয়েছে। বর্ণবাদ বিরোধী লড়াইয়ে ক্রেমলিন এএনসিকে সমর্থনের পর থেকে উভয়ের এ সম্পর্ক তৈরি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img