29 C
Bangladesh
Tuesday, March 28, 2023
Homeনির্বাচিতনতুন শীর্ষ পদে উত্তর কোরীয়ার নেতা কিম জং-উন

নতুন শীর্ষ পদে উত্তর কোরীয়ার নেতা কিম জং-উন

sim_cardsউত্তর কোরীয় নেতা কিম জং-উন নতুন শীর্ষ পদ পেলেন। তিনি স্টেট অ্যাফেয়ার্স কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ন্যাশনাল ডিফেন্স কমিশনের স্থলে স্টেট অ্যাফেয়ার্স কমিশন নামক নতুন সংস্থাটি তৈরি করা হয়েছে। এর ফলে ৩৩ বছর বয়সী এ নেতা রাষ্ট্রের যেকোন নীতি এককভাবে নিয়ন্ত্রণের ক্ষমতা পেলেন।

দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানায়, বুধবার আইনসভা সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি (এসপিএ) বুধবার স্টেট অ্যাফেয়ার্স কমিশনের প্রধান হিসেবে কিমের পক্ষে সর্বসম্মত ভোট দেয়।
সরকার ও সর্বোচ্চ নীতিমালা প্রণয়ন সংস্থা হিসেবে কাজ করা ন্যাশনাল ডিফেন্স কমিশনের জায়গায় এখন থেকে স্টেট অ্যাফেয়ার্স কমিশন কাজ করবে।
এ পদের জন্য কিমকে মনোনয়ন করা এসপিএ প্রেসিডেন্ট কিম ইয়ং-নাম বলেন, শীর্ষ এ পদে কিম জং-উনের অবস্থান দেশের সকল কর্মকর্তা-কর্মচারি এবং জনগণের দৃঢ় বিশ্বাস ও ইচ্ছেরই প্রতিফলন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments