নরসিংদী রায়পুরে একটি নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে ২৫ থেকে ৩০ জন।
রায়পুরায় আড়িয়াল খাঁ নদীতে ট্রলার ডুবে এ ঘটনা ঘটে। তবে মৃতের সংখ্যা আরও বারতে পারে বরে ধারণা করা হচ্ছে।
শনিবার বেলা ১১টার দিকে ট্রলারটি ডুবে গেলে তাৎক্ষণিকভাবে দুই শিশুকে উদ্ধার করা হয়েছে।
ওসি সাংবাদিকদের বলেন, ট্রলারটি যাত্রীবোঝাই করে একটি মাজারে যাচ্ছিল। অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে ট্রলারটি ডুবে যায়।
উদ্ধার কাজ চালানোর জন্য ফায়ার সার্ভিসকে ডাকা হয়েছে বলে জানান তিনি।
স্থানীয়রা জানিয়েছেন, ট্রলারটি ২৫/৩০ জন যাত্রী নিয়ে চলছিল। হঠাৎ ঝড়ো বাতাসে সেটি ডুবে যায়। জীবিত উদ্ধার শিশুদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। নদীতে প্রচণ্ড স্রোতের কারণে অনেকেই ভেসে গেছে।