25 C
Bangladesh
Thursday, March 30, 2023
Homeজাতীয়নরসিংদীতে ট্রলার ডুবে ৯ জনের মৃত্যু

নরসিংদীতে ট্রলার ডুবে ৯ জনের মৃত্যু

222222জেলার রায়পুরা উপজেলার বারৈচা এলাকায় আড়িয়াল খাঁ নদে আজ একটি ইঞ্জিন চালিত নৌকা ডুবে ছয় শিশু ও দুইজন বৃদ্ধাসহ নয়জনের মৃত্যু হয়েছে।
নিহতেরা হলেন- লাকি (১২), মারজিয়া (৩), স¤্রাট (৮), সুমাইয়া (৫), জেরিন (৮), ইয়াসিন (৭) ও বেলাদেরুন্নেসা (৭০) এবং পোলিকা বেগম (৫৫)। নিহতেরা সবাই একই এলাকার।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে বাহাকুরনগর ইউনিয়নের জঙ্গিশিবপুর গ্রামের ৫০ জনের একটি ইঞ্জিন চালিত নৌকায় করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গণি শাহের মাজারে যাচ্ছিলেন। এ সময় আড়িয়াল খাঁ নদে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আটটি মৃতদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানান, এখনো ১৫ জনের মত নিখোঁজ রয়েছে।
জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান নৌকা ডুবিতে ক্ষতিগ্রস্ত প্রত্যেকে পাঁচ হাজার টাকা ও ২০ কে জি করে চাল দেয়ার কথা ঘোষণা করেন।
বাসস/সংবাদদাতা/অনুবাদ-কেজিএ/১৭০৫/আরজি
বাসস দেশ-২৩
নরসিংদী-নৌকা-ডুবি
নরসিংদীতে নৌকা ডুবে ৮ জনের মৃত্যু
নরসিংদী, ২৩ জুলাই, ২০১৬ (বাসস) : জেলার রায়পুরা উপজেলার বারৈচা এলাকায় আড়িয়াল খাঁ নদে আজ একটি ইঞ্জিন চালিত নৌকা ডুবে ছয় শিশু ও দুইজন বৃদ্ধাসহ আটজনের মৃত্যু হয়েছে।
নিহতেরা হলেন- লাকি (১২), মারজিয়া (৩), স¤্রাট (৮), সুমাইয়া (৫), জেরিন (৮), ইয়াসিন (৭) ও বেলাদেরুন্নেসা (৭০) এবং পোলিকা বেগম (৫৫)। নিহতেরা সবাই একই এলাকার।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে বাহাকুরনগর ইউনিয়নের জঙ্গিশিবপুর গ্রামের ৫০ জনের একটি ইঞ্জিন চালিত নৌকায় করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গণি শাহের মাজারে যাচ্ছিলেন। এ সময় আড়িয়াল খাঁ নদে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আটটি মৃতদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানান, এখনো ১৫ জনের মত নিখোঁজ রয়েছে।
জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান নৌকা ডুবিতে ক্ষতিগ্রস্ত প্রত্যেকে পাঁচ হাজার টাকা ও ২০ কে জি করে চাল দেয়ার কথা ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments