নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রো-ভিসি অধ্যাপক ডক্টর গিয়াস উদ্দীন ও তাঁর ভাগ্নে আলম চৌধুরীসহ বসুন্ধরা আবাসিক এলাকার বাড়ির কেয়ারটেকার মাহবুবুর তুহিনকে ৫৪ ধারায় গ্রেফতার করে পুলিশ এবং সেই সাথে ১০ দিনের রিমান্ডে আবেদন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বসুন্ধরা আবাসিক এলাকার ই ব্লকের তেনামেন-৩ এর এ/৬ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এই ফ্ল্যাটটির মালিক নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রো-ভিসি গিয়াসউদ্দিন আহসানের স্ত্রী।
গোয়েন্দা পুলিশের মতে, গুলশান হামলার ঘটনা নিহত জঙ্গিরা বসুন্ধরা আবাসিক এলাকায় ঐ ফ্ল্যাটেই অবস্থান করেছিল এবং ফ্ল্যাটের মালিকের সাথে নিহত জঙ্গিদের কোন সম্পর্ক ছিল কিনা সেই বিষয়ে খতিয়ে দেখতেই নর্থ সাউথ ইউনির্ভাসিটির প্রো-ভিসিসহ তার ভাগ্নে আলম চৌধুরী ও বসুন্ধরা আবাসিক এলাকার বাড়ির কেয়ারটেকার মাহবুবুর তুহিনকে ৫৪ ধারায় গ্রেফতার করে পুলিশ। সেই সাথে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
এর আগে হলি আর্টিজানে হামলার পর নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত রেজা করিম ও কানাডা প্রবাসী শিক্ষার্থী তাহমিদকে আটক করে জিজ্ঞাসা করা হয়েছে। তাদের এই দুইজনের বিষয়ে পুলিশ জানিয়েছে, আটকস করে জিজ্ঞাসাবাদ করে তাদের ছেড়ে দেয়া হয়েছে। তবে তাদের পরিবারের দাবি, তারা এখনো বাসায় ফেরেনি।