অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে আজ কক্সবাজারের শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সকাল নয়টায় শুরু হওয়া ম্যাচে টচে জিতে ব্যাট করছেন বাংলাদেশ দল। আজকের খেলায় জয়ী দল খেলবে শেষ আটে। বাংলাদেশ এই ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ হবে নেপাল। গ্রুপ এ’তে নিজেদের প্রথম দুটি ম্যাচই জিতেছে বাংলাদেশ ও নামিবিয়া। তবে রান রেটে এগিয়ে রয়েছে নামিবিয়া। এছাড়া আজ আরও রয়েছে দক্ষিণ আফ্রিকা বনাম স্কটল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবুয়ের খেলা। প্রথম ১৬ ওভারের মধ্যে মাত্র ৪২ রান সংগ্রহ করতেই চার উইকেট হারিয়ে চাপের মুখে পড়েছে নামিবিয়া। গ্রুপ পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারিয়ে শুভসূচনা করেছিল। দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ১১৪ রানের বিশাল ব্যবধানে হারানোয় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গেছে স্বাগতিকদের।