27 C
Bangladesh
Saturday, April 1, 2023
Homeবিশ্বনিউজিল্যান্ডে ভূমিকম্পের পর সেখানে সুনামির সতর্কতা জারি

নিউজিল্যান্ডে ভূমিকম্পের পর সেখানে সুনামির সতর্কতা জারি

নিউজিল্যান্ডের কেরমাডেক দ্বীপপুঞ্জে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকালে এ ভূমিকম্পের ঘটনা ঘটেছে। ভূমিকম্পের পর ওই এলাকায় সুনামি–সতর্কতা জারি করা হয়।

দেশটির সংবাদপত্র নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে- ভূমিকম্পের কারণে বর্তমানে সেখানে কোনো সুনামি আশঙ্কা নেই।

নিউজিল্যান্ডের জাতীয় জরুরি ব্যবস্থাপনা এজেন্সির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে- ভূমিকম্পের পর উৎসস্থল থেকে ৩০০ কিলোমিটার পর্যন্ত উপকূলীয় এলাকায় সুনামি সতকর্তা জারি করেছিল দ্য প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার। এই ভূমিকম্পের পর এখন কোনো সুনামি আশঙ্কা নেই।  প্রতিবেদনে তথ্য অনুযায়ী, কার্মাডেক দীপপুঞ্জের অবস্থান নিউজিল্যান্ড থেকে এক হাজার কিলোমিটার উত্তর-পূর্বে।

এদিকে রয়টার্স বলছে, ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পনের মাত্রা ৭ দশমিক ১। এই ভূমিকম্পনের উৎসস্থল ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে।

যুক্তরাষ্ট্রের সুনামি ওয়ার্নিং সিস্টেম জানিয়েছে, ভূমিকম্পের পর সেখানে সুনামি সতকর্তা জারি করা হয়েছিল। প্রাথমিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments