25 C
Bangladesh
Thursday, March 30, 2023
Homeজাতীয়নিখোঁজ ৭৭ জনের মধ্যে ১০ জনের প্রোফাইল প্রস্তুত

নিখোঁজ ৭৭ জনের মধ্যে ১০ জনের প্রোফাইল প্রস্তুত

imagesঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যে তরুন যুবক নিখোঁজ রয়েছে তাদের মধ্যে অন্তত ৭৭ জনের খবর খবরা খবর রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে।
এদের মধ্যে অনেকেরই পাসপোর্ট নম্বরসহ মিল রয়েছে। ইতিমধ্যে পুলিশ ও র‌্যাব এদের খুঁজে বের করার কাজ শুরু করে দিয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী জানিয়েছেন, এদের অনেকেই কয়েক বছর ধরে ‘নিখোঁজ’ রয়েছেন।

তারা আরও জানান, এই তরুণদের বেশির ভাগই ধনাঢ্য পরিবারের সন্তান। যাদের ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ প্রয়োজন। যেসব পরিবারের সন্তান দীর্ঘদিন নিখোজ রয়েছে তাদের তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। পরিবারগুলোর পক্ষ থেকে সন্তান নিখোঁজ হওয়ার ঘটনা গোপন রাখার প্রবনতা থাকায় পুলিশ কঠোর হচ্ছে। লুকোচুরির আশ্রয় নিলে উল্টো পরিবারের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এমন ঘোষণা দেওয়া হয়েছে।

গোয়েন্দাদের আশঙ্কা, এরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে জঙ্গি তত্পরতায় লিপ্ত হতে পারে। তবে প্রকৃত নিখোঁজের সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলেই আশঙ্কা সংশ্লিষ্ট সকল মহলের।
পুলিশ জানিয়েছে, এসব তরুণ ও যুবকরা নিখোঁজ হওয়ার পরেও অনেকের পরিবার থানায় জিডি করেনি। পরিবারগুলোকে আরও সচেতন হতে আহ্বান জানিয়েছে পুলিশ।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘পরিবারের কোনো সদস্য নিখোঁজ থাকলে সঙ্গে সঙ্গে আমাদের জানান। সমাজের প্রত্যেক মা-বাবার উচিত সন্তানরা কোথায় যায়, কী করে তা সার্বক্ষণিক নজরদারি করা।’

র‌্যাবের পক্ষ থেকেও জানানো হয়েছে একই আহ্বান। র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদের মতে, নিখোঁজ যুবকদের খোঁজে বের করার জন্য সংশ্লিষ্ট পরিবারের পক্ষ থেকেও সহায়তা করতে হবে।

এদিকে নিখোঁজ ৭৭ জনের মধ্যে ১০ জনের পাসপোর্ট নম্বরসহ প্রোফাইল এখন প্রস্তুত রয়েছে। ওই ১০ জনের পরিবারের তরফ থেকেও মিলছে সহযোগিতা। এরই মধ্যে তাদের উদ্ধার করতে বিজ্ঞাপনও দেওয়া হচ্ছে। প্রোফাইল প্রস্তুত রয়েছে এমন নিখোঁজরা হলেন বাড্ডার জুনায়েদ খান (পাসপোর্ট নম্বর এ এফ ৭৪৯৩৩৭৮), তেজগাঁওয়ের বাসারুজ্জামান (পাসপোর্ট নম্বর এ এল ৭৩৮৪৯৮৭), গুলশানের আশরাফ মোহাম্মদ ইসলাম (পাসপোর্ট নম্বর এ এফ ৫২৫৮৪৯৬২৫), ধানমণ্ডির জুবায়েদুর রহিম (পাসপোর্ট নম্বর ই১০৪৭৭১৯), পুরান ঢাকার ইব্রাহিম হাসান খান (পাসপোর্ট নম্বর এ এফ ৭৪৯৩৩৭৮); সিলেটের তামিম আহম্মেদ চৌধুরী (পাসপোর্ট নম্বর এল ০৬৩৩৪৭৮), মোহাম্মদ সাইফুল্লাহ ওজাকি (পাসপোর্ট নম্বর টি কে ৪০৯৯৮৬০), জুল্লন শিকদার (পাসপোর্ট নম্বর বি ই ০৯৪৯১৭২); চাঁপাইনবাবগঞ্জের নজিবুল্লাহ আনসারী এবং লক্ষ্মীপুরের এ টি এম তাজউদ্দিন (পাসপোর্ট নম্বর এফ ০৫৮৫৫৬৮)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments