26 C
Bangladesh
Sunday, March 26, 2023
Homeজাতীয়নিহতদের মধ্যে আ.মীলিগের নেতার ছেলেও ছিল

নিহতদের মধ্যে আ.মীলিগের নেতার ছেলেও ছিল

jangi-sabbirচট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইকনোমিক্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ছাত্র সাব্বির। আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নের আ.লীগের সাবেক সভাপতি আজিজুলের বড় ছেলে সাব্বির। তিনি গত ২১ ফেব্রুয়ারি ঘরে নিরুদ্দেশে বের হয়ে যান। রাগে, ক্ষোভে তার বাবা আজিজুল থানায় কোন জিডি করেননি।মঙ্গলবার কল্যাণপুরে নয়জন নিহত জঙ্গিদের মধ্যে তার পিতা আজিজুল জানতে পারেন, নিহতদের মধ্যে তার ছেলেও রয়েছে।

আজিজুল হক বলেন, তিন ছেলেমেয়ের মধ্যে সাব্বির সবার বড়। চট্টগ্রামের সরকারি ‍মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে ২০১০ সালে এসএসসি এবং ২০১২ সালে কমার্স কলেজ থেকে এইচএসসি পাস করার পর তিনি ভর্তি হন সীতাকুণ্ডের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments