27 C
Bangladesh
Saturday, April 1, 2023
Homeখেলানেইমার, এলিসনকে বাদ দিলেন ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ!

নেইমার, এলিসনকে বাদ দিলেন ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ!

নেইমার ও এলিসনকে বাদ দিয়েই মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচের দল ঘোষণা করেছেন ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ র‍্যামন মেনেজেস। মরক্কোর তাঞ্জিয়ারে ২৫ মার্চ প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাদ পড়ার পর এই প্রথম মাঠে নামতে যাচ্ছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।  

ফরাসী ক্লাব পিএসজির হয়ে খেলতে নেমে গত মাসে ইনজুরিতে পড়েন ব্রাজিলের পোস্টারবয় নেইমার। তাই দলে জায়গা হয়নি তার। কিন্তু গোলকিপার এলিসনকে কেন রাখা হয়নি তা বিস্তারিত জানাননি কোচ র‍্যামন। তবে জানিয়েছেন, নতুনদের সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।  

র‍্যামন মেনেজেস ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দলের কোচ ছিলেন। তার অধীনেই সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ জেতে যুবারা। সেই দল থেকে বেশ কয়েকজনকে জায়গা দিয়েছেন জাতীয় দলে।

এর আগে বিশ্বকাপ ব্যর্থতায় ব্রাজিলের কোচের পদ ছেড়ে দেন তিতে। তার যায়গায় স্থায়ীভাবে নিয়োগের জন্য এখনো কোচের সন্ধান করছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন।  

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের স্কোয়াড: 

গোলরক্ষক: এডারসন (ম্যানচেস্টার সিটি), মাইকেল (অ্যাথলেটিকো প্যারানেন্স), ওয়েভারটন (পালমেইরাস)

ডিফেন্ডার: আর্থার (আমেরিকা), এমারসন রয়্যাল (টটেনহ্যাম), অ্যালেক্স টেলেস (সেভিলা), রেনান লোদি (নটিংহাম ফরেস্ট), ইবানেজ (রোমা), এডার মিলিতো (রিয়াল মাদ্রিদ), মারকুইনহোস (প্যারিস সেন্ট জার্মেই), রবার্ট রেনান (জেনিত) )

মিডফিল্ডার: ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), আন্দ্রে সান্তোস (ভাস্কো দা গামা), আন্দ্রে (ফ্লুমিনেন্স), জোয়াও গোমেস (ওলভারহ্যাম্পটন), লুকাস পাকেতা (ওয়েস্ট হ্যাম), রাফায়েল ভেইগা (পালমেইরাস)

ফরোয়ার্ড: অ্যান্টনি (ম্যানচেস্টার ইউনাইটেড), রিচার্লিসন (টটেনহ্যাম), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রড্রিগো (রিয়াল মাদ্রিদ), রনি (পালমেইরাস), ভিটর রোকে (অ্যাথলেটিকো প্যারানেসে)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments