নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী প্রতীক পেয়েছেন নৌকা, অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শাখাওয়াৎ হোসেন খান পেয়েছেন ধানের শীষ প্রতীক। সকাল ১০ টায় নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয়। প্রতীক পাওয়ার পর নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় সাংবাদিকদের সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘“নয় শঙ্কা নয় ভয়, শহর হবে শান্তিময়”—এটিই আমি ধারণ করি।’
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী নৌকা প্রতীক পেয়ে বলেন, আমি এক সময় মোমবাতি, দোয়াত-কলম নিয়ে নির্বাচন করেছি। এবার দলীয় প্রতীক নৌকা পেয়েছি।
তিনি বলেন, এই নৌকা শুধু আমার নয়, এই নৌকা বঙ্গবন্ধুর, এই নৌকা শেখ হাসিনার, এই নৌকা মুক্তিযুদ্ধের, এই নৌকা দেশবাসীর। আমি বিশ্বাস করি, এই নৌকার উপর আল্লাহর রহমত আছে।
আইভী বলেন, আমি নারায়ণগঞ্জবাসীর হয়ে কাজ করেছি, কাজ করবো। জনগণ আমাকে এই নির্বাচনে জয়ী করবে ইনশাল্লাহ। তিনি বলেন, এবার নির্বাচনে আমার স্লোগান- ‘নাই শঙ্কা, নাই ভয়, শহর হবে শান্তিময়।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘আইভী নৌকা থেকে বিচ্ছিন্ন নয়, নৌকা আইভী থেকে বিচ্ছিন্ন নয়। জনগণ আইভীর নাড়ির স্পন্দন। জনগণও আইভী ও নৌকা থেকে বিচ্ছিন্ন নয়। তাই আমরা একসঙ্গে একযোগে কাজ করব। কেউ কারও থেকে ছোট বা বড় নয়। গণরায় অবশ্যই মেনে নেব। গণরায়ে যেটা হবে, সেটাই মেনে নেব।’
প্রতীক বরাদ্দের পর সেলিনা হায়াৎ আইভী তাঁর বাবা প্রয়াত মেয়র আলী আহমেদ চুনকার কবরের কাছে যান। সেখানে তিনি কিছু সময় অবস্থান করেন। বিকেলে ৬ নম্বর ওয়ার্ডে প্রচারণার মাধ্যমে তিনি আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মেয়র প্রার্থী এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলের প্রতীক কোদাল। ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থী মুফতি মাসুম বিল্লাহর প্রতীক পাখা। ইসলামী ঐক্যজোটের মুফতি এজহারুল ইসলাম পান মসজিদের মিনার প্রতীক। এলডিপি’র কামাল প্রধান পান ছাতা প্রতীক। কল্যাণ পার্টির মেয়র প্রার্থী রাসেল ফেরদৌস সোহেল মোল্লা হাতঘড়ি প্রতীক।
প্রতীক বরাদ্দ উপলক্ষে নগরীতে উৎসবমুখর পরিবেশ তৈরী হয়েছে। বিভিন্ন দলের ও কাউন্সিলর প্রার্থীদের সমর্থকরা মিছিল নিয়ে এসে নারায়ণগঞ্জ ক্লাবের সামনে জড়ো হচ্ছেন।
আরও খবর পড়ুন- বিমান বাহিনীর প্রতি দক্ষ ও আদর্শ সৈনিক হবার আহ্বান প্রধানমন্ত্রীর