24 C
Bangladesh
Sunday, March 26, 2023
Homeজাতীয়পদ্মার প্রবল স্রোতে দৌলতদিয়ার ৩টি ফেরিঘাট বন্ধ

পদ্মার প্রবল স্রোতে দৌলতদিয়ার ৩টি ফেরিঘাট বন্ধ

Ali-Fazal (1)পদ্মার প্রবল স্রোতে পাড় ভেঙে যাওয়ায় রাজবাড়ীর দৌলতদিয়ায় তিনটি ফেরিঘাট বন্ধ করে দেয়া হয়েছে। তবে একটি ঘাট দিয়ে ফেরি চলাচল করছে। এ রুটে ফেরি চলাচলও সীমিত করা হয়েছে।

শনিবার রাতে ১ নম্বর এবং রবিবার সকালে ২ নম্বর ফেরিঘাট বন্ধ হয়। এর আগে ২৭ জুলাই বন্ধ হয়েছিল ৪ নম্বর ঘাট।  যানবাহন পরাপার করা হচ্ছে শুধু ৩ নম্বর ঘাট দিয়ে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের ম্যানেজার শফিকুল ইসলাম বলেন, পদ্মার প্রবল স্রোতে পাড় ভেঙে যাওয়ায় শনিবার রাত ৩টার দিকে ১ নম্বর ঘাট বন্ধ করা হয়েছে। রবিবার সকালে বন্ধ করা হয় ২ নম্বর ঘাট। একই সমস্যার কারণে গত ২৭ জুলাই থেকে ৪ নম্বর ঘাট বন্ধ করে দেয়া হয় বলেও জানান তিনি।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments