সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উদ্বেগ সত্ত্বেও মেট্রোরেল ও পদ্মা সেতু প্রকল্পের কাজ নির্ধারিত সূচি অনুযায়ী এগিয়ে যাবে। তিনি সোমবার তার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে বলেন, মেট্রোরেল, পদ্মা সেতু এবং অন্যান্য বড় বড় প্রকল্পের নির্মাণ কাজের ক্ষেত্রে কোন নিরাপত্তা সমস্যা নেই।
সভায় কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা করা হয়।
মন্ত্রী বলেন, ‘আমাদের কাজ চলছে এবং সকল কাজের অগ্রগতি রয়েছে। ‘তিনি বলেন, পদ্মা সেতুর প্রায় ৩৬ শতাংশ কাজ ও ১৮ পাইলিং সম্পন্ন হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, সরকার জাপান ইন্টারন্যাশনাল কোপারেশন এজেন্সির (জাইকা) সদস্য এবং দেশে উন্নয়নের কাজে নিযুক্ত বিদেশীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি সাম্প্রতিক দু’টি দুঃখজনক ঘটনায় নিহতদের জন্য শোক প্রকাশ করে বলেন, ‘আমাদের অবশ্যই প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যেতে হবে।’
মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনায় মন্ত্রী বলেন, ২২টি মহাসড়কে থ্রি হুইলার চলাচলের অনুমতি দেয়া হবে না এবং সড়কে শৃঙ্খলা আনার অঙ্গীকার করেন।
বিআরটিএ’র চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, বিআরটিসি’র চেয়ারম্যান মো. মিজানুর রহমান, ডিটিসিএ’র নির্বাহী পরিচালক মো. কায়কোবাদ হোসেন, সওজ’র প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান এবং ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক মো. মোফাজ্জেল হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন। বাসস