রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, পদ্মা সেতু চালুর দিন থেকেই ট্রেন লাইন চালুর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে।
রেলওয়ের উন্নয়নের লক্ষ্যে চলমান কিছু বড় প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, চট্রগ্রাম-কক্সবাজার-দোহাজারী রেললাইনের কাজও শিগগিরই শুরু হবে।
রেলমন্ত্রী আরো জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারাদেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনার জন্য রেলপথ মন্ত্রণালয় গৃহিত প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
আজ বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক রেলওয়ের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পসহ রেল খাতের সার্বিক বিষয় তুলে ধরেন এবং জেলা প্রশাসকদের দাবির বিষয় নিয়ে বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার রেলওয়ে খাতকে অগ্রাধিকার দিয়ে ২০১১ সালে আলাদা মন্ত্রণালয় গঠন করে। এক সময়ের অবহেলিত রেলওয়েতে বর্তমানে অনেক প্রকল্প চলমান আছে।
তিনি বলেন, প্রকল্পগুলোর কোনটি শেষ পর্যায়ে, কোনটি মাঝপথে আবার কোন প্রকল্প শুরুর পর্যায়ে রয়েছে। চলমান প্রকল্পগুলো শেষ হলে রেলওয়ে খাতের আমূল পরিবর্তন হবে বলেও তিনি জানান।
যে সকল জেলার উপর দিয়ে রেললাইন চলে গেছে সে সকল জেলা প্রশাসকদের উদ্দেশে মন্ত্রী রেললাইন রক্ষাসহ চোলাচালান প্রতিরোধ, যে কোন নাশকতায় অতীতের মতই আরও সহযোগিতা কামনা করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তার সময়ে প্রায় ৮ হাজার কর্মচারীর রেলওয়েতে নিয়োগ দেয়া হয়েছে। আগামীতে শূন্য পদে আরও নিয়োগের প্রক্রিয়া চলমান আছে।
সভায় কয়েকজন জেলা প্রশাসকের নতুন রেললাইন নির্মাণ ও সংস্কারের বিষয়ে রেলপথ সচিব মো. ফিরোজ সালাহ উদ্দিন বলেন, ফেনী-বিলোনিয়া রেলপথ চালুর উদ্যোগ নেয়া হয়েছে। ছাতক থেকে সুনামগঞ্জ পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের ব্যবস্থা করা হবে।
তবে ঢাকা থেকে মানিকগঞ্জ পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের দাবির ব্যাপারে এখনও কোন পরিকল্পনা নেই বলে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন জানান। BSS