উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন অর্থনৈতিক এবং পরমাণু অস্ত্রের উন্নয়নের নীতি গ্রহণ করেন। প্রায় ৪০ বছরের মধ্যে এবারই প্রথম দেশটিতে ক্ষমতাসীন পার্টির কংগ্রেস অনুষ্ঠিত হলো।
গত শুক্রবার এ কংগ্রেস শুরু হয়েছে এবং এতে দেশটির নেতা কিম জং-উনের প্রণীত ‘বাইউনংজিন’ ডকট্রিন গ্রহণ করা হয়েছে। এ নীতিতে দেশটির অর্থনৈতিক এবং পরমাণু উন্নয়নের কথা বলা হয়েছে।
এ নীতির আওতায় অর্থনৈতিক নির্মাণ তৎপরতার পাশাপাশি একযোগে আত্মরক্ষার প্রয়োজনে পরমাণু বাহিনী গড়ে তোলার হবে বলে ঘোষণা করা হয়েছে। পরমাণু বাহিনীকে সংখ্যা এবং মান উভয় দিক থেকে বাড়ানো হবে বলেও এতে বলা হয়েছে।
এর আগে, কিমের বাবা উত্তর কোরিয়ার জন্য সামরিক বাহিনীকে অগ্রাধিকার দেয়ার নীতি ‘সনগান’ গ্রহণ করেছিলেন। এ নীতি সংস্কার করে ‘বাইউনংজিন’ বা অর্থনৈতিক ও পরমাণু উন্নয়ন নীতি গ্রহণ করলেন কিম ।
পিয়ংইয়ং ২০০৫ সালে নিজেকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে ঘোষণা করে। ২০০৬, ২০০৯, ২০১৩ এবং ২০১৬ সালে পরমাণু বোমার পরীক্ষা করেছে। দেশটিতে পঞ্চম পরমাণু পরীক্ষার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও এর আগে দাবি করা হয়েছে।