রাজধানী গুলশান হামলা ও কিশোরগঞ্জ শোলাকিয়ায় হামলার ঘটনার পর সরকারের বিভিন্ন পদক্ষেপে নিখোঁজ ঘরছাড়া তরুনদের অনুসন্ধান করতে গিয়ে ঢাকার এক চিকিৎসকের পুরো পরিবার নিখোঁজ হওয়ার সন্ধান পাওয়া গিয়েছে।
শিশু চিকিৎসক খন্দকার রোকনুদ্দীন (৫০) তার স্ত্রী নাইমা আক্তার (৪৫), দুই মেয়ে রেজওয়ানা রোকন (২৩) ও রামিতা রোকন (১৫), জামাতা সাদ কায়েসকে (৩০) নিয়ে সিরিয়া হয়ে আইএস নিয়ন্ত্রিত এলাকায় পাড়ি জমিয়েছেন বলে পরিবারের ধারণা।
ঢাকা শিশু হাসপাতালের চিকিত্সক রোকনুদ্দীন খিলগাঁও চৌধুরী পাড়ায় থাকতেন। তার স্ত্রী নাইমা ঢাকার বাইরের একটি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন।
রামপুরা থানার পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, “গত বছরের ১০ই অক্টোবর তারা দেশ ছেড়ে চলে যায়। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আমরা ধারণা করছি, তারা সিরিয়া চলে গেছে।”