ব্রিটেনে তিন বছরের শিশু কন্যার এক অভিনব উদ্যোগে জাগ্রত হলো এলাকাবাসী। রাস্তায় পরিষ্কার পরিচ্ছন্নতায় নেমে এলো এই তিন বছরের শিশু মাটিল্ডা রাসবি। তিনি ব্রিটেনের আদিবাসি।
ছোট্ট এই মেয়েটি রাস্তা থেকে ময়লা তুলে নিচ্ছে – এরকম ছবি তার পরিবারের পক্ষ থেকে সোশাল মিডিয়ায় পোস্ট করার পর তার নর্থ টাইনসাইড কাউন্সিল কর্তৃপক্ষ এলাকায় ডাস্টবিনের সংখ্যা বাড়িয়েছে।
পরে এলাকাবাসীরাও রাস্তায় নেমে এসে শিশুটির এই অভিযানে যোগ দিয়েছেন। স্থানীয় একজন বাসিন্দা বলেন, “কখনো কখনো শিশুরা এমন কিছু কাজ করে ফেলে যা আমাদেরকে সচেতন করে।”
“একসময় মনে হলো আমাদেরও ঘর থেকে বেরিয়ে আসা উচিত। রাস্তায় ফেলা ময়লা আবর্জনা দেখে আমরা বিব্রতও হলাম।” বলেন তিনি।
মাটিল্ডার মা ফ্রাঙ্কি রাসবি বলেছেন, তিনি তার কন্যাকে শিখিয়েছেন যেখানে সেখানে ময়লা ফেলা ঠিক না। কিন্তু তারপরেও সে যখন রাস্তায় প্রচুর ময়লা দেখতো তখন সে বুঝে উঠতে পারতো না যে এসব কোত্থেকে আসছে।”
পরে কাউন্সিল ডাস্টবিনের সংখ্যা বাড়ালো, ময়লা কুড়ানোর লোকজন নিয়োগ করলো আর তারপরেই আসলো এই পরিচ্ছন্নতা অভিযানের বিষয়টি।
মাটিল্ডার পিতা জেইক রাসবি বলেন, “ভালো কিছু করতে পারা খুবই আনন্দের ব্যাপার। একইসাথে তার মতো ছোট্ট একটি শিশুকে যে এরকম একটা কাজ করতে হচ্ছে সেটা লজ্জারও বটে।”
“তার বয়স মাত্র তিন। সেও জানে যে রাস্তাঘাটে ময়লা ফেলা ঠিক না। কিন্তু আমাদের মতো বড়োরাও সেটা বুঝতে পারছে না,” বলেন তিনি।