36 C
Bangladesh
Monday, June 5, 2023
Homeঅন্যান্যপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেফতার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেফতার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের প্রধান ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে, জানিয়েছে ইসলামাবাদ পুলিশ।

দেশটির অন্যতম সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হচ্ছে, ইসলামাবাদের আইজি আকবর নাসির খানের উদ্ধৃতি দিয়ে ইসলামাবাদ পুলিশ এক বিবৃতি দিয়েছে যাতে বলা হচ্ছে আল কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে ইমরান খানকে গ্রেফতার করা হয়।

পুলিশ প্রধান বিবৃতিতে আরও বলেছেন, ইসলামাবাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক’ রয়েছে। তবে শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং কেউ আইন লংঘন করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

তবে ইমরান খানকে গ্রেফতারের খবরটি প্রথম নিশ্চিত করেন তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আইনজীবী ফয়সাল চৌধুরী। তিনি একটি টুইট বার্তায় জানান, একটি মামলার শুনানিতে আদালতে হাজিরা দিতে আসার পর ইমরান খানকে আটক করা হয়েছে।

এছাড়া সংবাদমাধ্যম ডনকে মি. চৌধুরী জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইমরান খানের গাড়িবহরকে ঘিরে ধরেছিল।

বিভিন্ন খবরে বলা হচ্ছে, ইমরান খান আদালত চত্বরে প্রবেশের কিছুক্ষণ পরেই আধা-সামরিক বাহিনী এবং সাঁজোয়া কর্মীদের বহর প্রবেশ করে তাকে আটক করে।

গত বছর এপ্রিলে পাকিস্তানের জাতীয় পরিষদের অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত হন ইমরান খান। এরপর থেকে তিনি আগাম নির্বাচনের জন্য প্রচারণা চালাচ্ছিলেন। বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img