পাকিস্তানের একটি পার্বত্য অঞ্চলের রাস্তায় শনিবার একটি বরযাত্রীবাহী গাড়ি বন্যার পানির স্রোতের তোড়ে গিরিখাতে পড়ে যায়। এতে ২৬ জন প্রাণ হারিয়েছে। এদের অধিকাংশই শিশু।
কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে ১৮ শিশু ও ৬ নারী রয়েছে।
উপজাতীয় খাইবার এলাকার স্থানীয় সরকারি কর্মকর্তা রহিমুল্লাহ্ মেহ্সুদ বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। ২৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।’ ওই এলাকাতেই দুর্ঘটনাটি ঘটে।