পাকিস্তানে সোমবার গভীর রাতে কাবাল থানার অভ্যন্তরে একটি শক্তিশালী বিস্ফোরণে পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১২ ডজন লোক প্রাণ হারিয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বিস্ফোরণে তিনজন বেসামরিক নাগরিকসহ অন্তত ৫৭ জন আহত হয়েছেন।
জেলা পুলিশ অফিসার সোয়াত শফিউল্লাহ জানান, রাত ৮টা ২০ মিনিটে থানার ভেতরে বিস্ফোরণটি ঘটে। তবে এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত বিস্ফোরণের প্রকৃতি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
ডিআইজি মালাকান্দ নাসির মেহমুদ সাট্টি বলেছেন যে ঘটনাটি কোনও সন্ত্রাসী কার্যকলাপ বা আত্মঘাতী বিস্ফোরণের ফল নয়, তিনি বলেন, থানা চত্বরে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের একটি পুরনো অফিসের ভেতরে অস্ত্র মজুদের একটি স্থাপনায় বিস্ফোরণটি ঘটে।
পুলিশ কর্মকর্তা অবশ্য বলেছেন, উদীয়মান প্রমাণের আলোকে এখনও তদন্ত চলছে।