পাকিস্তানের বাচা খান বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলায় অধ্যাপকসহ ২১ জন নিহত৷ আহত হয়েছেন অন্তত ৭৫ জন। আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ুয়া ও অধ্যাপকদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে আট থেকে দশ সশস্ত্র জঙ্গি৷ ক্লাসরুম থেকে শুরু করে হোস্টেল, চলছে গুলিবর্ষণ৷শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ৷কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও পিছন দিক দিয়ে বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে পড়ে জঙ্গিরা৷এখনও পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ মৃত্যু হয়েছে চার জঙ্গির৷ পণবন্দি করে রাখা হয়েছে শতাধিক ছাত্র শিক্ষককে। একটি অনুষ্ঠান উপলক্ষে আজ ক্যাম্পাসে প্রায় ৩ হাজার পড়ুয়া ও ৬০০ অতিথি হাজির ছিলেন। রয়েছেন বিদেশি অতিথিরাও। ছাত্র–শিক্ষকদের নিশানা করে চলে গুলি বৃষ্টি। বিশ্ববিদ্যালয়ের বাইরে ভিড় জমিয়েছেন ছাত্রদের পরিবারের সদস্যরা৷
সংবাদ সংস্থা ডন নিউজ সূত্রে খবর, ৬০–৭০ জন পড়ুয়াকে দাঁড় করিয়ে মাথায় গুলি করে জঙ্গিরা। যদিও পাক মন্ত্রীর দাবি, ২১ জনের মৃত্যু হয়েছে, আহত ৫০৷
জঙ্গিহানার পরই গোটা এলাকা ঘিরে ফেলা হয়৷ বিশ্ববিদ্যালয়কে জঙ্গিমুক্ত করতে চলছে সেনা অভিযান৷ এখনও পর্যন্ত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে৷ বাকিদের সঙ্গে চলছে পাক সেনাবাহিনীর গুলির লড়াই৷ সাংবাদিক ও উপস্থিত মানুষকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ ঘটনাস্থলে পৌঁছেছে ২০টি অ্যাম্বুলেন্স৷হামলার দায় শিকার করল তেহরিক–ই–তালিবান৷ এই ঘটনায় নিন্দা প্রকাশ করেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ৷ নিন্দা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷