পানামা পেপার্স কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশের যে সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম এসেছে, তাদের মধ্যে ১১ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদুকে সচিব আবু মো. মোস্তফা কামালের কাছে থেকে খবরটি নিশ্চিত করে।
পানামা পেপার্স ইস্যুতে ৩২ জনের মধ্যে যে ১১ জনকে নোটিশ করা হয়েছে তাদের নাম আইনসঙ্গতকারণে বলা যাচ্ছে বলে জানান সচিব। এই ১১ জনের মধ্যে ২ জনের নোটিশ ফেরত এসেছে ঠিকানা সঠিক ছিলনা বলে। গত সপ্তাহে ৩ জনের জিজ্ঞাসাবাদ সম্পন্ন হয়েছে। এর আগে বিষয়টি অনুসন্ধানের জন্য উপপরিচালক আখতার হামিদ ভুঁইয়ার নেতৃত্বে তিন সদস্যের অনুসন্ধানী দল গঠন করা হয়। আখতার হামিদ ভুঁইয়া আগামী ৪, ৫ এবং ৯ মে বাকি ৬ জনকে দুদক কার্যালয়ে তলব করেছেন। এই ১১ জনের পরে আরো যারা আছে তাদেরকে পর্যায়ক্রমে নোটিশ করা হবে বলেও জানান সচিব।