38 C
Bangladesh
Tuesday, June 6, 2023
Homeবিশ্বপালিয়ে মালদ্বীপে আশ্রয় নিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপাকসে

পালিয়ে মালদ্বীপে আশ্রয় নিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপাকসে

অবশেষে গণ আন্দোলনের মুখে আত্মরক্ষার্থে পালিয়ে প্রতিবেশী মালদ্বীপে আশ্রয় নিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপাকসে। দেশে নিত্যপণ্যে, জ্বালানি, শিশু খাদ্যের মারাত্মক সংকটের কারণে গত কয়েক মাসের প্রতিবাদ-বিক্ষোভের মুখে আজ বুধবার সকালে সপরিবারে পালিয়ে মালদ্বীপে আশ্রয় নিয়েছেন গোটাবায়ে রাজাপাকসে। বুধবার স্থানীয় কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
এর আগে ৭৩ বছর বয়সী শ্রীলঙ্কান নেতা, তার পতœী ও এক দেহরক্ষীকে কড়া পুলিশ পাহারায় একটি অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়া হয় এবং পরে শ্রীলঙ্কার সামরিক বাহিনীর অ্যানটোনভ-৩২ বিমানে চড়ে মালদ্বীপের রাজধানী মালে পৌঁছেন। বিমানবন্দরের এক কর্মকর্তা এএফপি’কে এ কথা জানিয়েছেন।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে গোটাবায়ের পদত্যাগের দাবিতে প্রতিবাদ বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দক্ষিণ এশিয়ার দ্বীপ দেশ শ্রীলঙ্কা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img