ফিল্মে সরবজিতের বোন দলবীর কউরের চরিত্রে অভিনয় করেছেন জুনিয়র বচ্চনের পত্নী। প্রথম দর্শনে যত্সামান্য মেক-আপে ঐশ্বর্যের দুরন্ত এক্সপ্রেশন ধরা পড়েছে। সালোয়ার-কামিজ পরে একটি ডেস্কের সামনে বসে রয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। শুধু ঐশ্বর্যই নন, ফার্স্ট লুকে তুলে ধরা হয়েছে সরবজিতের যৌবনের একটি মুহূর্ত। পাকিস্তানের জেলে বন্দিদের হাতে খুন হওয়া সরবজিতের চরিত্র সিলভার স্ক্রিনে ফুটিয়ে তুলছেন রণদীপ হুদা। কীভাবে একজন ভারতীয় কৃষক সীমান্ত পেরনোর পর পাকিস্তানের আদালতে জঙ্গি ও চরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত হন, তারই প্রতিটি চিত্র এই ছবিতে তুলে ধরেছেন পরিচালক ওমাং কুমার। এই ফিল্মে সরবজিতের স্ত্রী সুখপ্রীত সিং-এর চরিত্রে অভিনয় করেছেন রিচা চাড্ডা। ছবিটি মুক্তি পাচ্ছে ১৯ মে।