গত শুক্রবার টেক্সাস রাজ্যে প্রকাশ্যে অস্ত্র চলাচল আইন পাশ হওয়ায় টেক্সাসবাসীরা তাকে স্বাগত জানান । রাজ্যের রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে এই আইনটি পাশ হয় ।
অস্ত্র বহনকারী মিছিলে অংশরত টেক্সাসবাসীরা জানান, এই আইন জননিরাপত্তা বাড়াতে সহায়ক হবে । তবে বিরোধিতাকারীরা যুক্তি দেখিয়েছেন যে যেসব রাজ্যে প্রকাশ্যে অস্ত্র নিয়ে চলাচল করা হচ্ছে, সেখানে জননিরাপত্তা বাড়বার কোনো প্রমান মেলে নি ।
প্রেসিডেন্ট ওবামা মহামারীর আকারে বন্দুক সহিংসতা ছড়িয়ে পড়ায় হতাশা ও দুঃখ প্রকাশ করেছেন ।