31 C
Bangladesh
Tuesday, March 28, 2023
Homeজাতীয়প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যর ডাকে প্রশ্ন নিয়ে সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যর ডাকে প্রশ্ন নিয়ে সংবাদ সম্মেলন

ad3_20প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ দলীয় জোটের জাতীয় ঐক্য নিয়ে  যে কথা বলেছেন, তার প্রশ্ন তুলেছেন ২০ দলীয় জোটের প্রধান শরিক বিএনপি।

খালেদা জিয়ার জাতীয় ঐক্যের ডাক নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে এক সংবাদ সম্মেলন করেন বিএনপির নেতা নজরুল ইসলাম খান।

তিনি বলেন,  “প্রধানমন্ত্রী যে ঐক্যের কথা বলেছেন, তা সরকারে আসীন দলগুলোর, এমনকি মহাজোটেরও ঐক্য নয়। আর বিএনপিসহ অপরাপর রাজনৈতিক দলকে বাদ দিয়ে শুধু ক্ষমতাসীন ১৪ দলীয় ঐক্য প্রক্রিয়াকে কীভাবে প্রধানমন্ত্রী জাতীয় ঐক্য বললেন?”

গুলশানে জঙ্গি হামলার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সন্ত্রাসবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ার ডাক দেন। তবে  বিএনপি-জামায়াতকে ‘সন্ত্রাসী ও যুদ্ধাপরাধীদের’ দল হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে ঐক্যের প্রস্তাব নাকচ করে বলেছেন, দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী জাতীয় ঐক্য ‘ইতোমধ্যে সৃষ্টি হয়ে গেছে’।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে আবারও সরকারকে সেই ডাকে সাড়া দেওয়ার আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল।

“এরপরও আমরা আহ্বান জানাব, রাজনৈতিক প্রতিহিংসা বা ব্লেইম গেইম নয়, দেশের নিরাপত্তা ও ভাবমূর্তি, জননিরাপত্তার স্বার্থে পরিস্থিতির গুরুত্ব ও জনআকাঙ্ক্ষা অনুধাবন করে দল-মত নির্বিশেষে জাতীয় ঐক্য সৃষ্টি করে দেশ ও জাতিকে অনিশ্চিত ভবিষ্যত থেকে রক্ষা করুন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments