29 C
Bangladesh
Tuesday, March 28, 2023
Homeজাতীয়প্রধানমন্ত্রী আগামীকাল উলানবাটরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন

প্রধানমন্ত্রী আগামীকাল উলানবাটরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন

1প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১তম আসেম শীর্ষ সম্মেলনে যোগদানের লক্ষ্যে উলানবাটরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি এবং সন্ত্রাস নির্মূলে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা মূল আলোচ্য বিষয় হবে বলে আশা করা হচ্ছে।
আগামী ১৫ ও ১৬ জুলাই মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে এশিয়া-ইউরোপ বৈঠক (আসেম) অনুষ্ঠিত হবে। কূটনৈতিক সূত্রগুলো বাসসকে জানায়, শীর্ষ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।
সূত্র জানায়, গুলশান এবং শোলাকিয়া ঈদগাহের কাছে সন্ত্রাসী হামলার ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে। তাই বৈঠকের আলোচনায় এসব বিষয় স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে। শীর্ষ সম্মেলনে যোগদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে ঢাকা ত্যাগ করবেন।
সফরকালে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট, জার্মানির চ্যাঞ্জেলর, মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট, মায়ানমারের প্রেসিডেন্ট, জাপানের প্রধানমন্ত্রী, রাশিয়ার প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী, ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্ট, ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট এবং ভারতের উপ-রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার বৈঠকের কথা রয়েছে। এছাড়া ইটালির পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।
শুক্রবার সকালে শীর্ষ সম্মেলনের দ্বিতীয় অধিবেশন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বৃহত্তর যোগাযোগে আসেম অংশীদারিত্বের বিকাশ’ শীর্ষক ভাষণ দেবেন। শুক্রবার সকালে মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট সম্মেলন উদ্বোধন করবেন। শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments