25 C
Bangladesh
Thursday, March 30, 2023
Homeনির্বাচিতপ্রযুক্তির দেওয়া চালকহীন মার্সিডিজ বাস এখন রাস্তায়

প্রযুক্তির দেওয়া চালকহীন মার্সিডিজ বাস এখন রাস্তায়

3668A14400000578-3697199-image-a-57_1468923954570প্রযুক্তি আপনার হাতের মুঠোয় এনে দিচ্ছে কত কি! আগামীতে ইউরোপের রাস্তায় এ ধরনের বাস দেখা যাবে৷ এমন একটি বাস যা আপনা আপনি চলবে কোনো চালক ছাড়াই৷

ভবিষ্যতের গাড়ি হিসেবে জার্মানির অটোমোবিল কোম্পানি মার্সিডিজ বেঞ্চ চালকবিহীন একটি বাস বানিয়ে রাস্তায় ছেড়েছে৷ নেদারল্যান্ডস-এর রাজধানী আমস্টারডামে এটি পরীক্ষা করা হয়েছে৷ গাড়ির গতি ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে চলে৷

3668A18700000578-3697199-image-a-58_1468924450126ড্রাইভার সিটে বসে থাকলেও বাসটি আপন মনে চলছে। ড্রাইভার কেবল বসে আছে দেখার জন্য কখনো কোন গণ্ডগোল বা দুর্ঘটনা হয় কিনা৷ কেননা এখন তো কেবল পরীক্ষা করা হচ্ছে৷

ভবিষ্যতের বাস বলা হলেও এর ইঞ্জিন কিন্তু একশ’ বছরের পুরোনো৷ বাসে ১০টি ক্যামেরা লাগানো আছে, যা বাসের চোখ হিসেবে কাজ করে৷

3668A21B00000578-3697199-image-a-59_1468924454207ট্রাফিক আইন মেনে চলা এই বাসটির মধ্যে যে ‘সেন্সর’ লাগানো আছে তা থেকে সে ঠিকই বুঝে যায়, কখন তাকে থামতে হবে আর কখন চলতে হবে৷ কোন লেন-এ চলতে হবে সেটাও যেমন বুঝতে পারে, আবার কেউ সামনে এসে পড়লে গতি কমাতেও জানে এটি৷

মিনি বাস হিসেবে এটিও এমন একটি বাস যেটায় কোন ড্রাইভার বা চালক নেই৷ ফরাসি কোম্পানি নোভা বানিয়েছে এই মিনিবাসটি৷

এই মিনিবাসে ট্যাক্সির মতো সুবিধা আছে৷ আপনি যেখানে চাইবেন ফোন করে ডেকে নিতে পারেন এটিকে৷ ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে চলে এটি৷ ডিডব্লিউ

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments