রাজধানীতে আবাসিক প্লট, ভবন, রেস্তোরাঁ ও বারসহ নানাবিধ বাণিজ্যিক কার্যক্রম পরিচালনাজনিত সমস্যা নিয়ে ১২ হাজার ৯৫৭টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে নোটিস দিয়েছে সরকার। প্রত্যুত্তর জানার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ বুধবার স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেকের সভাপতিত্বে এসব সিদ্ধান্ত হয়।
একই সঙ্গে আবাসিক এলাকায় থাকা বাণিজ্যিক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়ন না করার এবং এসব এলাকায় নতুন করে বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপনে ট্রেড লাইসেন্স না দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে সরকার।