টানা ৯ দিনের সরকারি ছুটি শেষে আজ রবিবার খুলেছে অফিস-আদালত ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। মহানগরীর বিভিন্ন রুটে যানবাহনের সংখ্যা বেড়েছে, সঙ্গে যাত্রীর সংখ্যাও।
শনিবার দুপুরের পর থেকে কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করে হাজারও মানুষ। বিকেলের দিকে ঢাকামুখী মানুষের এ স্রোত ক্রমান্বয়ে বাড়তে শুরু করে। ঝক্কি-ঝামেলা এড়াতে আগেভাগেই ফেরেন কর্মজীবী অনেকে। রবিবার কর্মদিবস শুরু হওয়ায় ঢাকামুখী মানুষের স্রোত বেড়ে যায় কয়েকগুণ।
সড়ক-মহাসড়ক, নৌপথ ও ট্রেনে চড়ে হাজারও মানুষ ফিরছেন রাজধানীতে। ভোর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন, সায়েদাবাদ, গাবতলি আন্তজেলা বাস টার্মিনাল এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা গেছে অগণিত মানুষ। সদরঘাটে কর্মরত বিআইডাব্লিউটিএর এক কর্মকর্তা জানান, ঈদ শেষে নির্বিঘ্নে ফিরছেন যাত্রীরা। এ চাপ আরও কয়েক দিন অব্যাহত থাকবে।
এদিকে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে সহকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত কর্মকর্তা-কর্মচারীরা। ৪ঠা জুলাই সাধারণ ছুটি ঘোষণা দিলেও অফিস করতে হবে আগামী ১৬ জুলাই।