26 C
Bangladesh
Sunday, March 26, 2023
Homeনির্বাচিতফিলিপাইনে পুনরায় মৃত্যুদণ্ড চালু করেন প্রেসিডেন্ট রদ্রিগো

ফিলিপাইনে পুনরায় মৃত্যুদণ্ড চালু করেন প্রেসিডেন্ট রদ্রিগো

4bk5907dc32dbc77ny_800C450ফিলিপাইনের নবনির্বাচিত প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, দেশটিতে পুনরায় মৃত্যুদণ্ড চালু করবেন। এ ছাড়া, গ্রেফতার এড়িয়ে চলা সন্দেহভাজন অপরাধীদের দেখা মাত্র গুলি করার ক্ষমতা ফিলিপাইনের নিরাপত্তা বাহিনীকে দেয়া হবে বলেও ঘোষণা করেন তিনি। গত সোমবার নির্বাচনে বিজয়ের পর সাংবাদিকদের সঙ্গে প্রথম আলাপের সময় এ সব কথা বলেন তিনি।

ফিলিপাইনের দাভাও শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময়ে রদ্রিগো বলেন, ফাঁসি দিয়ে প্রাণদণ্ড কার্যকরের বিধান পুনরায় চালু করার জন্য ফিলিপাইনের কংগ্রেসের প্রতি আহ্বান জানানো হবে। বিশেষ করে মাদক ব্যবহারকারীদের জন্য এ বিধান চালুর আহ্বান জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।

সাধারণ ভাবে মনে করা হয় দুর্নীতি এবং অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণার কারণেই গত সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয়েছেন রদ্রিগো। নির্বাচনের আগে তিনি ঘোষণা করেছিলেন, অপরাধীদের লাশ খেয়ে ম্যানিলা উপসাগরের মাছেরা যেন মোটাতাজা হতে পারে সে ব্যবস্থা নেবেন তিনি।

আগামী মাসের ৩০ তারিখে রদ্রিগো দুতের্তে’র ছয় বছর মেয়াদে ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments