24 C
Bangladesh
Sunday, March 26, 2023
Homeজাতীয়ফের ঝিনাইদহে মন্দিরের পুরোহিতকে গলা কেটে হত্যা

ফের ঝিনাইদহে মন্দিরের পুরোহিতকে গলা কেটে হত্যা

Naldangha Mondir_01ঝিনাইদহ সদর উপজেলায় কড়াতিপাড়া গ্রামে একজন পুরোহিতকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার গোপীনাথ কাঞ্জিলাল প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে  জানিয়েছেন কালো একটি মোটরসাইকেলে আসা তিনজন আরোহী হত্যাকাণ্ডটি ঘটিয়ে চলে যায়।

কাঞ্জিলাল জানান, আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে করাতিপাড়ার বাড়ি থেকে সাইকেলে করে কালীগঞ্জ উপজেলার একটা বাড়িতে পূজো করার উদ্দেশ্যে যাচ্ছিলেন পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী। ওই সময় মহিষাডাঙ্গা গ্রামে মাঠের ভেতরে মোটরসাইকেলে করে আসা তিন যুবক ওই পুরোহিতকে বিলের মাঝখানে ফেলে গলা জবাই করে চলে যায়।

সহকারী পুলিশ সুপার গোপীনাথ কাঞ্জিলাল বলেছেন “সাম্প্রতিক সময়ে টার্গেট কিলিংয়ের যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলোর সাথে আমরা মিল খুঁজে পাচ্ছি”।

পুলিশ কর্মকর্তা জানানা, ৭০ বছরেরও বেশি বয়সী ওই পুরোহিত প্রতিদিনই এই সময়টায় বাড়ি থেকে বের হতেন। পুরোহিতের পরিবারের সাথে কথা বলে জেনেছেন তার কখনোই কোন শত্রু ছিল না এবং কোন ধরনের হুমকিও কখনো পাননি পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী।

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যা এবং নাটোরের বড়াইগ্রামে খ্রিস্টান মুদি দোকানদার সুনীল গোমেজকে হত্যার দুদিনের মধ্যে এই পুরোহিত হত্যার ঘটনা ঘটলো।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments