ভারতের বাণিজ্য মন্ত্রণালয় থেকে অমিত যাদবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সব ধরণের পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।এতে বলা হয়, বাংলাদেশসহ সব দেশে ভারত থেকে পেঁয়াজ রপ্তানি অবিলম্বে বন্ধ হচ্ছে।
দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে বন্যায় পেঁয়াজ চাষ ক্ষতিগ্রস্থ হওয়ায় সে দেশে পেঁয়াজের দাম দ্বিগুণ হলে এমন সিদ্ধান্ত নেয় মোদি সরকার।
এই ঘোষণার পর সীমান্তে ১৫০টি ট্রাক পেঁয়াজের ট্রাক আটকে দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। তারা বলছেন, প্রতি মেট্রিক টন ২৫০ ডলারের এলসির এই পেঁয়াজ এখন বর্ধিত মূল্য ৭৫০ ডলারে এলসি করলেই সেগুলো ছাড়া হবে।
ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম নিয়ে যে অস্থিরতা চলছে, সেটাই এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ। গত বছরের সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহেও ভারত একেবারে আচমকা বাংলাদেশসহ সব দেশে পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল। ভারত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পেঁয়াজ রপ্তানিকারক দেশ। প্রতি বছর দেশটি প্রায় ২০ লাখ টন পেঁয়াজ রপ্তানি করে থাকে।
[…] আরও খবর পড়ুন : ফের পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত […]