বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ওপারে চলমান গোলাগুলির ঘটনাকে কেন্দ্র করে আজ ঢাকায় মিয়ানমারের রাস্ট্রদূতকে তলব করা হয়েছে।
এই নিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে পরারাষ্ট্র মন্ত্রণালয়ে চারবার তলব করা হলো।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অণু বিভাগের ভারপ্রাপ্ত মহাপরিচালক নাজমুল হুদার দপ্তরে তলব করা হয়।