31 C
Bangladesh
Tuesday, March 28, 2023
Homeনির্বাচিতফের সেলিব্রিটি যুগলদের কাণ্ড বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার

ফের সেলিব্রিটি যুগলদের কাণ্ড বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার

102030বলিউডে জোর জল্পনা, লাভবার্ড বিরাট ও অনুষ্কার মধ্যে মধুর সম্পর্কে নাকি চিড় ধরেছে! ফটো শেয়ারিং সোশ্যাল সাইট ‘ইনস্টাগ্রাম’-এ দুজনই একে অপরকে ‘আনফলো’ করেছেন। জল্পনায় ঘৃতাহুতি দিচ্ছে অন্য একটি বিষয়ও। অতীতে ‘বিরুষ্কা’-কে হামেশাই একসঙ্গে দেখা যেত। বিরাট যখনই মাঠে নামতেন, প্রায়ই গ্যালারিতে দেখা যেত এই বলিউড অভিনেত্রীকে। তা সে দেশে আইপিএল হোক, বা ভিনদেশের মাঠে।

কিন্তু, এযাবৎকালে দুজনকে একসঙ্গে তেমন একটা দেখা যায়নি। লাইমলাইট থেকে প্রায় দূরেই থেকেছেন বিরাট-অনুষ্কা। এমনকী, এদেশের ‘পাপারাজি’-রাও তাঁদের ধরতে পারেনি। যার পরই বিরাট-অনুষ্কার ব্রেক-আপের জল্পনার গুঞ্জন ছড়িয়েছে। সাম্প্রতিককালে, একের পর এক বিচ্ছেদের খবর চাউর হয়েছে বলিউডে। ক্যাটরিনা-রণবীর কপূর থেকে শুরু করে ফারহান আখতার-অধূনা — সেলিব্রিটি যুগলদের বিচ্ছেদের খবর এই মুহূর্তে হট-কেক চিনসেল টাউনে।

তাহলে কি সেই পথেই এগোচ্ছেন ‘বিরুষ্কা’?, সকলের মনে যখন এই প্রশ্ন উঁকিঝুঁকি মারছে, ঠিক তখনই সব জল্পনার অবসান ঘটানো হল সেলেব যুগলের তরফে। বিরাট-অনুষ্কার ঘনিষ্ট সূত্রে জানা গিয়েছে, বিরাটের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কোনও প্রযুক্তিগত গোলযোগ দেখা দিয়েছে, যার জেরে আপনা-আপনিই তাঁর অ্যাকাউন্ট থেকে সকলে ‘আন-ফলো’ হয়ে যাচ্ছেন! জানা গিয়েছে, একই জিনিস ঘটেছে অনুষ্কার অ্যাকাউন্টের ক্ষেত্রেও!

সমস্যাটি কি সত্যিই কারিগরি বা প্রযুক্তিগত না অন্য কিছু, তা তো স্রেফ সময়ই বলবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments