29 C
Bangladesh
Tuesday, March 28, 2023
Homeনির্বাচিতফ্রান্সের নিস শহরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত ৮০, জরুরী অবস্থার মেয়াদ বৃদ্ধি

ফ্রান্সের নিস শহরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত ৮০, জরুরী অবস্থার মেয়াদ বৃদ্ধি

00_119971ফ্রান্সের নিস শহরে বাস্তিল দিবসের আতশবাজির উৎসবে জড়ো হওয়া জনতার ওপর তীব্রগতিতে ট্রাকলরি তুলে দেওয়ায় অন্তত ৮০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। গতকাল বৃহস্পতিবার রাতের এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার স্বরাষ্টমন্ত্রী একথা জানান।
আতশবাজির প্রদর্শনী উপভোগ করতে শহরের বিখ্যাত প্রমনেদ দেস অঁলেতে বহু লোক জড়ো হয়েছিলেন। এ সময় এক চালক একটি ভারী ট্রাকলরি নিয়ে দ্রুতগতিতে জনতার ওপর তুলে দেন। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
পরে ট্রাকচালককে গুলি করে হত্যা করা হয়। ট্রাকের ভেতরে আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড পাওয়া গেছে।
ভিন্ন সূত্রে বলা হচ্ছে, ট্রাকচালকের বয়স ৩১ বছর। স্থানীয় এই বাসিন্দা তিউনিসিয়ার বংশোদ্ভূত ফরাসি নাগরিক।
হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। সন্ত্রাসবিরোধী তদন্ত কর্মকর্তারা ঘটনা তদন্ত করবেন।
ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, এটা যে সন্ত্রাসী হামলা, তা অস্বীকার করা যায় না।
সর্বশেষ এই ঘটনার পর ফ্রান্সে জরুরি অবস্থার মেয়াদ আরও তিন মাস বাড়ানোর ঘোষণা দিয়েছেন ওলাঁদ। একই সঙ্গে তিনি ইরাক ও সিরিয়ায় জঙ্গিদের বিরুদ্ধে ফরাসি সরকারের পদক্ষেপ জোরদার করার কথা বলেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments