ফ্রান্সের উত্তরাঞ্চলীয় রুয়েন শহরে এক গির্জায় দুই বন্দুকধারী হামলা চালিয়েছে এবং গির্জার ৮৪ বছর বয়সী যাজককে জবাই করে হত্যা করেছে।
ফ্রান্সের গণমাধ্যম ও পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা।
বন্দুকধারীরা রুয়েনে সেন্ট এতিয়েনে ডু রোভরেই-এর প্রার্থনার সময়ে হামলা করে যাজক।
ফরাসি একটি টেলিভিশন জানিয়েছে, দুই জিম্মিকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। কমপক্ষে একজন আহত ব্যক্তিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
বর্তমানে এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ এবং স্থানীয় জনগণকে ঘটনাস্থল থেকে দূরে থাকতে পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, হামলাকারীবা নিজেদের আইএসসের বলে দাবি করেছে।
হামলাস্থ সেন্ট এতিয়েনে ডু রোভরেই পরিদর্শনকালে তিনি হামলাকারীরা এক ‘কাপুরুষোচিত কাজ’ করেছে উল্লেখ করে বলেন, ফ্রান্স ‘সর্বাত্মকভাবে’ আইএসএর বিরুদ্ধে লড়বে।
এর আগে এক বিবৃতিতে তিনি এ ‘পাপিষ্ঠ সন্ত্রাসী হামলা’র নিন্দা জানান।
বাস্তিল দিবসে ট্রাক চালিয়ে ৮৪ জনকে হত্যা করার পরে ফ্রান্স সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে। ওই হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট।