জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনৈতিক ও মুক্তিযুদ্ধের রোল মডেল ছিলেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর রেখে যাওয়া উন্নয়নের নেত্রী। বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শাহবাগের পাবরিক লাইব্রেরি মিলনায়তনে বঙ্গজ (ইতিহাস ভিত্তিক বই ও প্রামাণ্য চিত্র নির্মাণকারী ও প্রকাশনা প্রতিষ্ঠান) আয়োজিত ‘ইতিহাসের মহানায়ক’ প্রামাণ্যচিত্রের সিড়ির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কখা বলেন।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ, সংগঠনের সাধারণ সম্পাদক দেওয়ান মাসুম হায়দার প্রমুখ। সভাপতিত্ব করেন বঙ্গজের সভাপতি আজিজুল হক আরজু।
সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বের বড় গুণ ছিল সাহস ও সততা। এ দু’টি না থাকলে বড় রাজনীতিক হওয়া যায় না।সততা সাহস দিয়ে বঙ্গবন্ধু বড় রাজনীতিক হয়েছিলেন।
বিএনপির উদ্দেশে তিনি বলেন, এ সততা আর সাহস না থাকার কারণে তাদের এ অবস্থা।