শনিবার মধ্য রাতে গ্রেফতার হওয়া কাশিমারি ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক অলিউল্লাহ মোল্লা কথিত বন্দুকযুদ্ধে পুলিশের হাতে নিহত হন। দিবাগত রাত ৩টার দিকে ‘বন্দুকযুদ্ধে’ তিনি নিহত হন এবং গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। তবে বন্দুকযুদ্ধের আগে তাকে গ্রেফতারের কথা স্বীকার করেছিল পুলিশ।
জানা যায়, শনিবার রাতে ঢাকায় যাওয়ার পথে দেবহাটার পারুলিয়া থেকে অলিউল্লাহকে গ্রেফতার করে পুলিশ। নিহত ওই বিএনপি নেতার চাচা শাহজাহান আলি জানান, অলিউল্লাহ মোল্লা দীর্ঘদিন ধরে ঢাকায় শ্রমিক সরদারের কাজ করে আসছিলেন।
তার বিরুদ্ধে সাতক্ষীরা, বাগেরহাট, মাদারিপুর ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে বলে জানান জেলা পুলিশের তথ্য কর্মকর্তা কামাল হোসেন। অলিউল্লাহ মোল্লা কাশিমারি গ্রামের একরামুল হক মোল্লার ছেলে।