ইউনয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে জেলার ১০ উপজেলার ৭৪টি ইউনিয়নে মঙ্গলবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচনে জেলার ৬’শ৭৩টি কেন্দ্রে ৩ হাজার ৭১২টি কক্ষে ১ লাখ ২১ হাজার ২৭৮ জন ভোটার ভোট দেবেন। এই প্রথম দলীয় প্রতীকে ইউপি নির্বাচন হওয়ায় ভোটারদের মাঝে দেখা গেছে বাড়তি উৎসাহ ও উদ্দীপনা।
জেলা নির্বাচন কর্মকর্তা আ. হালিম খান জানান, অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ৭৪টি ইউপির ভোটগ্রহণ চলছে। কোনভাবেই যাতে নির্বাচন প্রভাবিত না হয় তার জন্য বিজিবি’র সাথে র্যাব, পুলিশ, কোস্টগার্ড ও আনসার সদস্যরা থাকছেন ভোটকেন্দ্রের নিরাপত্তায়। এখন পর্যন্ত কোথাও কোন অনিয়মের খবর নেই। বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে।
জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচুর রহমান বলেন, মেট্রো ব্যতীত তাদের জেলায় ৫৫৮টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে ৩১৯ টি অধিক গুরুত্বপূর্ণ, ১৬০টি রয়েছে গুরুত্বপূর্ণ আর ৭৯টি কেন্দ্র রয়েছে সাধারণের তালিকায়।
তিনি বলেন, আজকের নির্বাচনে আনসার, পুলিশ, আর্মড পুলিশ ব্যাটেলিয়ান মিলিয়ে ২ হাজার ৯৭৬ জন ভোট গ্রহণে নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন। এছাড়াও র্যাব ও কোস্টগার্ড থাকছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে ১০জন। যে কোন অন্যায় বা অনিয়ম মোকাবেলায় পুলিশ প্র¯ুÍত রয়েছে বলে জানান তিনি।