বলিউড জগতের নাইকা দীপিকা পাড়ুকোন তিনিই নাকি চারিদিকে বর খোঁজার ক্যাম্প বসিয়ে দিয়েছেন। আরে রিয়েল লাইফের কথা হচ্ছে না! কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে ‘পদ্মাবতী’ শুটিং। যেখানে চিতোরের রানির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মস্তানিকে। কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি সিনে রাওয়াল রতন সিংয়ের সন্ধান। ‘বাজিরাও মস্তানি’-র পর আবারও এক ইতিহাস সিনেপর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি। এবার ফ্রেমে চিতোরের রানি পদ্মাবতীর কাহিনি। যেখানে রয়েছে রাম-লীলা জুটি। মানে রণবীর সিং দীপিকা পাড়ুকোন দুজনেই। আগেই বলেছি রানি পদ্মাবতীর চরিত্রে থাকছেন দীপি। অন্যদিকে রণবীর রয়েছে রানির প্রেমিক সুলতান আলাউদ্দিন খলজির ভূমিকায়। এখন সমস্যা রতন সিংকে নিয়ে। যদিও জোর কদমে চলছে পদ্মাবতীর বরের কাস্টিংয়ের কাজ। আশা রাখছি খুব শিগগিরি আপনাদের জানাতে পারব তাঁর নাম। সূত্রের খবর, এই ছবিতেই গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অঙ্কিতাকে। কিছুদিন আগে নাকি সঞ্জয়ের অফিসে এসেছিলেন অভিনেত্রী। যদিও এখনও কোন চরিত্রে অঙ্কিতাকে দেখা যাবে তা জানা যায়নি।